বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ব্যাংক ও আইএমএফের নামে ভুয়া ঋণ প্রলোভন, সতর্কবার্তা জারি

bdesh-bangladesh-bangladesh-bank-fake-loan-app-warning
ছবি সংগৃহীত

অনুমোদনহীন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে জনসাধারণকে ঋণের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কার্যক্রম আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ ব্যাংক সতর্ক করেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ব্যাংকের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ওয়েবসাইট বা অ্যাপগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

সতর্কবার্তায় বলা হয়েছে, https://dbbloan.com, https://bblloan.comও https://www.bdloan71.com–এরমতো ভুয়া প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করা হচ্ছে। এতে জনসাধারণ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন এবং আইনি ঝুঁকিতে পড়তে পারেন।

কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ দিয়েছে, এসব ভুয়া অ্যাপ বা ওয়েবসাইটে কোনো সংবেদনশীল তথ্য বা আর্থিক লেনদেন না করতে। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারা অনুযায়ী অনুমোদন ছাড়া জনসাধারণ থেকে বিনিয়োগ নেওয়া বা ঋণ দেওয়া অপরাধ, যার জন্য পাঁচ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়