
ক্ষমতাচ্যুত সরকারের মেয়াদে দুর্বল হওয়া পাঁচটি ইসলামি ব্যাংক একীভূত করে নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওয়ার্কিং কমিটি ব্যাংকের কার্যক্রমের কর্মপরিকল্পনা তৈরি করবে।
বাংলাদেশ সরকার পাঁচটি দুর্বল ইসলামি ব্যাংক একীভূত করে রাষ্ট্র মালিকানাধীন নতুন ইসলামি ব্যাংক গঠন করছে। এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের একীভূত কার্যক্রম বাস্তবায়নের জন্য আট সদস্যের একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ওয়ার্কিং কমিটি ব্যাংকের কার্যক্রমের জন্য কর্মপরিকল্পনা তৈরি করবে। নতুন ব্যাংকের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। সরকারের প্রাথমিক মূলধন যোগান ২০ হাজার ২০০ কোটি টাকা, বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানত বীমা তহবিল ও প্রাতিষ্ঠানিক আমানত শেয়ারে রূপান্তরের মাধ্যমে।
এ উদ্যোগ ক্ষমতাচ্যুত সরকারের মেয়াদে দুর্বল হওয়া ব্যাংকগুলোকে শক্তিশালী ও স্থিতিশীল করার উদ্দেশ্যে নেয়া হয়েছে। ব্যাংকের মোট মূলধন হবে ৩৫ হাজার ২০০ কোটি টাকা। ওয়ার্কিং কমিটির সদস্যরা সভায় উপস্থিতির জন্য সম্মানী পাবেন।