
শারদীয় দুর্গাপূজায় ভারতীয় বাজারে চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৩৭ প্রতিষ্ঠানকে দেওয়া এই অনুমতি ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর স্বাক্ষরিত আদেশে দেশের ৩৭টি প্রতিষ্ঠানকে এই অনুমোদন দেওয়া হয়। নির্ধারিত নিয়মে আগামী ৫ অক্টোবরের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে।
চলতি বছর অনুমোদিত রপ্তানির পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেক। ২০২৩ সালে প্রথমে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি থাকলেও পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ টন করা হয়েছিল। এবার অনুমোদিত প্রতিটি প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি করতে পারবে এবং অনুমোদনপত্র হস্তান্তরযোগ্য নয়।
আদেশে বলা হয়েছে, শুল্ক কর্তৃপক্ষ রপ্তানি পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে এবং অনুমোদিত সীমার বাইরে কোনোভাবেই রপ্তানি করা যাবে না। প্রয়োজনে সরকার এ অনুমতি বাতিল করতে পারবে।
খুলনা, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বরিশাল, পাবনা, ভোলা ও সাতক্ষীরার মোট ৩৭টি প্রতিষ্ঠান এ অনুমোদন পেয়েছে।