
প্রতি মাসের মতোই বাংলাদেশে এলপিজির দাম নির্ধারণ করেছে বিইআরসি। অক্টোবরের নতুন দর ঘোষণা করা হয়েছে মঙ্গলবার, যেখানে বেসরকারি ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছে এবং সরকারি সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার ঘোষণা করেছে, বেসরকারি এলপিজির (LPG) দাম কেজিতে কমেছে ২ টাকা ৪৭ পয়সা। চলতি অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,২৪১ টাকা, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। গত মাসে ১২ কেজির দাম ছিল ১,২৭০ টাকা, অর্থাৎ এ মাসে ২৯ টাকা কমেছে।
বিইআরসি জানিয়েছে, কেজি প্রতি নতুন দাম ১০৩ টাকা ৪০ পয়সা, যেখানে গত মাসে তা ছিল ১০৫ টাকা ৮৭ পয়সা। সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৮২৫ টাকা। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে থাকে। এলপিজির উৎপাদন মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডার পাওয়া যায়, যা নির্ধারিত কেজি মূল্যের ভিত্তিতে বিক্রি হবে।