Search
Close this search box.

বৃহস্পতিবার- ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্মাণ বিধিমালা ১৫ দিনের মধ্যে সংশোধনের দাবি রিহ্যাবের, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

নির্মাণ বিধিমালা সংশোধন
ছবিঃ সংগৃহীত

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে বর্তমান নির্মাণ বিধিমালা সংশোধন করা না হলে তারা কঠোর আন্দোলনে নামবে। গতকাল রিহ্যাবের এক জরুরি পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় রিহ্যাব নেতারা জানান, এই বিধিমালা দ্রুত সংশোধন না হলে জমির মালিক, ডেভেলপার এবং সাধারণ জনগণের মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ আরো বেড়ে যাবে।

রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান বলেন, “বিধিমালা সংশোধন করতে দেরি হওয়ায় আবাসন খাতে স্থবিরতা তৈরি হয়েছে, এবং ক্রেতা-বিক্রেতা উভয়ের জন্য সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া এফএআর নিয়মের কারণে জমির মালিকদের ভবন নির্মাণে বাধা সৃষ্টি হচ্ছে।” রিহ্যাব নেতারা আরো উল্লেখ করেন, কৃষিজমি কমানোর পরিবর্তে বহুতল ভবন নির্মাণের উপযোগী একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন।

আরো দেখুন ╰┈➤…

রিহ্যাবের দাবি এবং বর্তমান পরিস্থিতি

রিহ্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা দ্রুত বিধিমালা সংশোধনের জন্য বিস্তারিত প্রস্তাব দিয়েছে, তবে এখনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আন্দোলনের সম্ভাবনা এবং নির্মাণ খাতের স্থবিরতা

নেতৃবৃন্দের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে অর্থনীতিতে আবাসন খাতের অবদানও হ্রাস পাবে, এবং রিয়েল এস্টেট সংস্থাগুলোর চলমান স্থবিরতা বাড়বে।

গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমিকা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ

গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক সভা হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। তাই রিহ্যাব সরকারকে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়