Search
Close this search box.

মঙ্গলবার- ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চীনের অর্থনীতি চাঙা করতে ৩২৫ বিলিয়ন ডলারের বন্ড ছাড়ার ঘোষণা

চীনের অর্থনীতি চাঙা করতে
ছবি: ইন্টারনেট

চীনের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার চীনের অর্থমন্ত্রী লান ফো’য়ান জানান, দেশটির অর্থনীতি চাঙা করতে বিশেষ বন্ড ছাড়ার পরিকল্পনা করা হয়েছে, যার মাধ্যমে বাজার থেকে ৩২৫ বিলিয়ন ডলার সংগ্রহ করা হবে। এই অর্থ ঋণগ্রস্ত স্থানীয় সরকারগুলোর সহায়তা, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ভর্তুকি এবং টালমাটাল আবাসন খাতের স্থিতিশীলতা আনতে ব্যয় করা হবে।

বন্ড ইস্যুর প্রভাব

বিশেষ বন্ড ছাড়ার মাধ্যমে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান (৩২৫ বিলিয়ন ডলার) সংগ্রহ করার লক্ষ্য নিয়েছে চীন। এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় সরকারগুলোকে উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ দেয়া হবে, যা স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। অর্থমন্ত্রীর ভাষ্যমতে, এই অর্থ অবকাঠামোগত উন্নয়ন ও মূলধনী ব্যয়ের জন্যও ব্যবহৃত হবে।

অর্থনীতিতে গতি আনার চেষ্টা

চীনের অর্থনীতি সম্প্রতি ভোক্তা চাহিদার অভাব এবং আবাসন খাতের দীর্ঘমেয়াদী সংকটের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার আশা করছে সরকার। বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে সরকারের এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও পশ্চিমা দেশগুলোর জন্য এই প্রবৃদ্ধি হার সন্তোষজনক হলেও, চীনের জন্য এটি তুলনামূলকভাবে কম বলে মনে করা হয়, কারণ দেশটি দীর্ঘদিন ধরে উচ্চ প্রবৃদ্ধির জন্য পরিচিত।

আরো দেখুন ╰┈➤…

সুদের হার কমানোর উদ্যোগ

এদিকে, প্রণোদনার অংশ হিসেবে চীনের শীর্ষ ব্যাংকগুলো ঋণের সুদের হার কমানোর ঘোষণা দিয়েছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না, অ্যাগ্রিকালচারাল ব্যাংক অব চায়না, ব্যাংক অব চায়না, এবং চায়না কনস্ট্রাকশন ব্যাংকসহ প্রধান ব্যাংকগুলো ঋণের হার কমানোর পদক্ষেপ নিয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি শহরে দ্বিতীয় বাড়ির জন্য নেওয়া ঋণের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে।

অর্থনীতিবিদদের মতামত

অর্থনীতিবিদরা মনে করছেন, চীনের অর্থনীতিকে পুরোপুরি পুনরুদ্ধার করতে এই পদক্ষেপগুলো কিছুটা কার্যকর হতে পারে, তবে বাজারে আত্মবিশ্বাস না ফিরলে এই প্রণোদনা যথেষ্ট নাও হতে পারে। ভোক্তাদের আস্থার অভাবে বর্তমানে বাজারে চাহিদা কমেছে এবং এর ফলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে।

সর্বশেষ সংবাদ দেখতে╰┈➤…

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়