বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অবাধ ও উৎসবমুখর নির্বাচন হবে ফেব্রুয়ারিতে: প্রধান উপদেষ্টা

jatio-nirbachon-2025-pradhan-upodeshta
ছবিঃ সিএ ফেইসবুক

ঢাকায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস প্রতিশ্রুতি দেন, নির্ধারিত সময়েই শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মুনির সাতোরির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা জানান, ইতিমধ্যে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রমজানের আগে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করবে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হওয়ায় তরুণদের মধ্যে নির্বাচনী উৎসাহ বেড়েছে।

ইউনূস আশা প্রকাশ করেন, এবার তরুণ ভোটাররা রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে এবং এ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করবে।

আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, গণতান্ত্রিক রূপান্তরে ইইউর সমর্থন ও রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় হয়। এসময় ইউনূস ইইউকে রোহিঙ্গাদের জন্য বাড়তি সহায়তা প্রদানের আহ্বান জানান।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়