
কক্সবাজারের টেকনাফে কচ্ছপিয়া পাহাড়ের চূড়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী রাখা নারী, শিশু ও পুরুষসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে নৌবাহিনী ও কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২২ জন পুরুষ, ২৩ জন নারী এবং ২১ জন শিশু রয়েছেন। তাদের মধ্যে অনেকেই রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তি টেকনাফে আনা হয়। এরপর মানবপাচারকারী চক্র তাদের গহীন পাহাড়ে বন্দী করে রাখে এবং কখনও মুক্তিপণ দাবি করে। গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে কয়েকটি আস্তানা ধ্বংস করা হয় এবং ৬৬ জনকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়াদের তথ্য সংগ্রহ ও চিকিৎসা প্রদান করা হচ্ছে, এবং পরে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করা হবে।