বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা সংকট সমাধান সরকারের দায়িত্ব, শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়: সচিব নজরুল ইসলাম

rohingya-sankat-samadhan-bangladesh
ছবি সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মাদ নজরুল ইসলাম বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধান শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি সরকারের দায়িত্ব এবং দেশের পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ। শনিবার পিআইবি ও অক্সফামের যৌথ আয়োজিত সিম্পোজিয়ামে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময় সংঘাতবিহীনভাবে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে। সিম্পোজিয়ামে অন্যান্য বক্তারা ভূ-রাজনৈতিক সদিচ্ছার গুরুত্ব এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনার ওপর জোর দেন। সচিবের মতে, রোহিঙ্গা সংকটের সমাধান শুধু মন্ত্রণালয়ের নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক ভূমিকার মাধ্যমে কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।

ড. নজরুল আরও জানান, রোহিঙ্গা সংকটের কারণে কক্সবাজার ও মহেশখালী অঞ্চলে বিদেশি বিনিয়োগে বাধা সৃষ্টি হচ্ছে। তাই জাতিসংঘের আসন্ন হাই লেভেল বৈঠক এ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়