
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে যদি নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ না থাকে, তাহলে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের উত্থান ঘটতে পারে। তিনি বলেন, গত ১৬ বছরে দেশ শাসন করেছিলো এক ধরনের ‘ডাকাত’, যা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হয়েছে। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান বক্তার দায়িত্বে ছিলেন সালাহ উদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়, ইসলামকে বিভক্ত করার চেষ্টা যারা করছে তাদের মোকাবেলা করতে হবে। যারা গ্রামে গ্রামে ধর্ম বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করছে, তারা প্রকৃতপক্ষে ধর্ম ব্যবসায়ী। এছাড়া ৭১-এর চেতনা ও ২৪-এর চেতনা বিক্রি হতে দেবেন না এমন আহ্বানও জানান তিনি।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম এবং কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
সভা শেষে দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। জাকারিয়া তাহের সুমন সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।