বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে: রিজভী

দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে: রিজভী
সংগৃহীত ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “দেশে সাম্প্রদায়িক শান্তি বিনষ্টসহ বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে। গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে বলেছেন, “দেশে বিভিন্ন স্থানে অরাজকতা এবং সাম্প্রদায়িক শান্তি বিনষ্টের চেষ্টা চলছে। গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল ও জনগণকে সতর্ক থাকতে হবে।”

রুহুল কবির রিজভী বলেন, জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী শক্তির উপর দেশ-বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে। ষড়যন্ত্রকারিদের মূল উদ্দেশ্য জিয়া পরিবারকে আক্রমন করা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “যারা গণতন্ত্রের প্রতি আস্থাশীল নয়, তারা নির্বাচন নিয়ে গড়িমসি করছেন। বিভিন্ন পদ্ধতির নামে নির্বাচন বাঁধা দেওয়ার চেষ্টা করছেন। দেশের তরুণ প্রজন্ম দেড়যুগ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দেশের তরুণ সমাজ তাদের ক্ষমা করবে না।

সন্ত্রাস দমন আইনে আ.লীগের দুই সাবেক এমপি সহ ১৩ গ্রেফতার

এ্যাব নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “দেশের সর্বোচ্চ মেধাবীরাই বুয়েটে ভর্তি হতে পারেন। তাদের অভিজ্ঞতা সংগঠনে কাজে লাগানো হবে। আপনাদের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি দেশকে কীভাবে পুনর্গঠন করা যায়। আমি আশাবাদী, এ্যাবের এ কমিটি সফলতা বয়ে আনবে।

এসময় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার শোয়েব হোসেন হাবলু, মিয়া মো. কাইয়ুম, তানভীরুল হাসান তমাল, কেএম আসাদুজ্জামান চুন্নু, গোলাম রহমান রাজীব, তৌহিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও হাফিজুর রহমান প্রমুখ।

 

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়