বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রশাসনে অনুগতদের বসানো নির্বাচন প্রভাবিত করছেঃ রিজভী

ruhul-kabir-rizvi-ovijog-prashason
ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, কিন্তু দলনেতৃত্বের অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তিনি সতর্ক করে বলেন, নতুন ইস্যু ও মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের নিয়োগ দেওয়া হচ্ছে। শনিবার সকালেই ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত, কিন্তু দলনেতৃত্বের অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। নতুন ইস্যু তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ বছর কারা আপসহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে। পাশাপাশি ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনূসকে বিকৃতি করার সমালোচনাও করেন রিজভী। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে দায়িত্বশীল প্রশাসন অপরিহার্য।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়