শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে আওয়ামী লীগ নেতা শেখ তোফাজ্জল হোসেন গ্রেফতার

sheikh-tofazzol-hosen-grefter-madhabpur
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তোফাজ্জল হোসেন ছুরুককে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতের ঘটনায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির নেতৃত্বে পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাধবপুর থানার ওসি সহিদউল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় কোনো ধরনের সংঘাত বা বিরোধের ঘটনা ঘটেনি। স্থানীয়রা বলেন, ছুরুক এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী। তার গ্রেফতারের ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এ ঘটনায় জেলা ও থানা পুলিশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়