বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে নতুন মৃত্যুহীন দিন, আক্রান্তের সংখ্যা ৪১৩

dengue-update-2025
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু ঘটেনি। একই সময়ে সারা দেশে ৪১৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগের বাইরে ৯৩ জন, ঢাকা বিভাগের বাইরে ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন এবং ময়মনসিংহ বিভাগের বাইরে ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৫০,৯২৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৫৩,৬০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১.১% পুরুষ এবং ৩৮.৯% নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়