শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অনাবাসিক শিক্ষার্থীরা ২৫টি বাসে ভোট দিতে আসছেন

rajshahi-university-raksu-election-2025
ছবি সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে ক্যাম্পাসে আসছেন ২৫টি বিশেষ বাসের মাধ্যমে। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশপাশ থেকে ২টি বাস পৌঁছেছে।

সকাল ৮টা, ৯টা ও দুপুর ১২টা, বিকেল ৪টায় এবং সর্বশেষ ৫টা ১৫ মিনিটে যাতায়াত করবে বাস এ কথা বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার জন্য ৬টি ধাপে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের ক্যাম্পাসে নিয়ে আসছে।

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু ভোট শুরু! সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়