
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মানুষের ঢল নেমেছে। আজ বাদ জোহর দুপুর ২টায় এখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হচ্ছেন। গতকাল মঙ্গলবার রাত থেকেই জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, বুধবার সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে হাজারো মানুষ জানাজাস্থলে অবস্থান নিতে শুরু করেন। বেলা সাড়ে ১০টার মধ্যেই মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন অব্যাহত রয়েছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগমও বাড়ছে।
এদিকে, শেরেবাংলা নগরের জিয়া উদ্যান এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সৌধের আশপাশেও বিপুল সংখ্যক মানুষ অবস্থান করছেন। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।
এরই মধ্যে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাজা ও দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।




















