
আজ সোমবার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত করা হয়েছে রাঙামাটিতে। এ অনুষ্ঠানটির আয়োজন করেছেন বিএনপি।রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় (১ লা সেপ্টেম্বর) সোমববার সকালে।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি কেন্দ্রীয় সহ ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সভাপতি দীপন তালুকদার দীপুর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনামলে পাহাড়ি অঞ্চলে জনগণের মৌলিক অধিকার হুমকির মুখে পড়েছে।তিনি পাহাড়ি এলাকার প্রতিটি মানুষের মৌলিক অধিকার দেওয়ার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন।যেন পাহাড়ি এলাকার কোন মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করঅ না হয়। সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পাহাড়ি ও বাঙালি জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে এবং বৈষম্য দূর করে উন্নয়ন নিশ্চিত করা হবে। সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো বলেন বর্তমান সরকারের অপশাসনের বিরুদ্ধে সারাদেশের মতো রাঙামাটিতেও আন্দোলন বেগবান হচ্ছে, এবং জনগণ বিএনপির পাশে রয়েছে।তিনি এ ও জানান জানান যে কোন পরিস্থিতিতে তারা বিএনপির পাশে থাকবে।সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুবদলের সভাপতি মো: নুরুন্নবী, ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে এই দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সংগঠনের বিভিন্ন নেতারাও বক্তব্য দেন সে অনুষ্ঠানে।
আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল অন্তর্বর্তীকালীন সরকার
তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে হবে।সকল প্রকার সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনার আহবান জানান। বক্তারা সকলেই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার করতে চায়।
বক্তব্য শেষে বিএনপির নেতা কর্মীরা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয়। র্যালিটি রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে ধীরে ধীরে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো অতিক্রম করার পর র্যালিটি শেষ হয় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণভাবে আয়োজিত এই র্যালিতে ছিল উৎসবমুখর পরিবেশ।