Search
Close this search box.

রবিবার- ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে – বরকতউল্লা বুলু

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, নিরীহ মানুষের হত্যা ও গুমের জন্য শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবেই। এমনকি ৩১ বার ফাঁসি দিলেও তার বিচার সম্পূর্ণ হবে না।

তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কুমিল্লার চান্দিনা উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বরকতউল্লা বুলু বলেন, শেখ হাসিনা দেশের হাজারো নিরীহ মানুষকে হত্যা করেছেন, রাজনৈতিক নেতাদের গুম করিয়েছেন এবং দেশের অর্থ লুটপাট করেছেন। এ কারণে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, দেশের ২৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পাচার করা হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের জনগণের অধিকার কখনোই ফিরবে না।

বিএনপি নেতা বলেন, শেখ মুজিব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেও শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

তিনি দাবি করেন, শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়নি। যদি কেউ প্রমাণ দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব।

সম্মেলনে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়: সভাপতি: মো. আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক: মো. কাজী আরশাদ। পৌর বিএনপির নতুন কমিটি: সভাপতি: এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক: মো. আলমগীর খান

বরকতউল্লা বুলু তার বক্তব্যে দেশের জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, “শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই। তাই জনগণের স্বার্থ রক্ষায় আন্দোলন চালিয়ে যেতে হবে।”

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়