বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফিকুল সাদ হত্যা মামলায় পাঁচজন গ্রেফতার

afikul-islam-sad-hotta-mamlay-dhamrai-leaders-greftar
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার থেকে ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজছাত্র আফিকুল ইসলাম সাদের হত্যার মামলায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে এই নেতাদের আটক করা হয়।

 

গ্রেফতারদের মধ্যে রয়েছেন ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজ ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ নেতা আহাদ হোসেন (৩২)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়