বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

banchharampur-shishur-mrityu
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নদীতে ডুবে মোঃ ইব্রাহিম ভূইয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার পৌর এলাকার আমান উল্লাহ ভূইয়ার ছেলে এবং বাঞ্ছারামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত মঙ্গলবার সকালে ইব্রাহিম গ্রামের বন্ধু মোঃ নাঈম ও আরেকজন বন্ধুর সঙ্গে ঢোলভাঙ্গা নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় এবং নদীর স্রোতে তলিয়ে যায়। বন্ধুদের উদ্ধারে ব্যর্থ হওয়ার পর শিশুর পরিবারের লোকজন, স্থানীয়রা এবং বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানো হলেও প্রথমে সফলতা মিলেনি।

পরবর্তীতে বুধবার বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস ও চাঁদপুরের ডুবারি দল যৌথভাবে অভিযান চালায়। কিন্তু শিশু ইব্রাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে সোনারামপুর ইউনিয়নের ইছাপুর গ্রামের মেঘনা নদীতে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরা লাশ শনাক্ত করেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিল আহমেদ খান জানান, দুইদিন পানিতে থাকার কারণে শিশুর লাশ পচে ফুলে গেছে। লাশ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের বাবা লাশ শনাক্ত করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়