বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাঙ্গা থানা এলাকায় ৯০ জনের বিরুদ্ধে মামলা

bhanga-seemana-protibad
ছবি: সংগৃহীত

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে স্থানীয় থানায় মামলা করা হয়েছে। এ মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার ওসি মো. হাবিবুর রহমান মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আলগী ইউনিয়নের চেয়ারম্যান ও সীমানা রক্ষা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম.ম. সিদ্দিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, “এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে এডিশনাল ডিআইজি সিদ্দিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল জলিল এলাকা পরিদর্শন করেছেন। হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয়রা মানববন্ধন করছেন, তবে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।”

মামলার প্রধান আসামি আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়া এবং ২ নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়া (৫০)।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়