রবিবার- ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশে ফেরার প্রস্তুতিতে তারেক রহমান

bnnp-tarek-rahman-deshe-fireben
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

শনিবার রাজধানীতে অনুষ্ঠিত পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন বানচালের সব ধরনের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে। পতিত স্বৈরশাসক গোপনে কৌশলে জনগণের অধিকার হরণে তৎপর রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসী শক্তি নানা ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থেকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

ডা. জাহিদ হোসেন আরও বলেন, পিআর পদ্ধতি একটি বেআইনি দাবি। সংবিধান ইচ্ছামতো বাতিল করা সম্ভব নয়। আবেগপ্রবণ না হয়ে দেশের জনগণের প্রকৃত আকাঙ্ক্ষাকে বোঝা জরুরি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়