বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভেসে থাকা ২৬ জেলে উদ্ধার করেছে নৌবাহিনী

bongoposagore-jele-uddhar
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পাঁচ দিন ধরে ভাসছিল একটি মাছ ধরার ট্রলার ও ২৬ জন জেলেবাংলাদেশ নৌবাহিনী বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের জীবিত উদ্ধার হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

নৌবাহী জানিয়েছে, চট্টগ্রাম উপকূল থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে দিকনির্দেশনা হারিয়ে জেলেরা সমুদ্রে ভেসে থাকতে থাকে এবং মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে তীরে ফিরে আসতে পারেনি।

মঙ্গলবার রাতে নৌবাহিনীর টহল জাহাজ ট্রলারটিকে সনাক্ত করে উদ্ধার অভিযান শুরু করে। নৌসদস্যরা জেলেদের নিরাপদে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করেন। পরে ট্রলারটি নৌবাহিনীর তত্ত্বাবধানে নিরাপদে তীরে আনা হয়।

উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে সুস্থ এবং তাদের পরিবারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। নৌবাহিনী জানান, সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সহায়তায় তাদের টহল জাহাজ সবসময় প্রস্তুত এবং নিয়মিত উদ্ধার অভিযান চালানো হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়