বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুর্গাপূজা-২০২৫: সীমান্ত ও শহরে বিজিবির গোয়েন্দা নজরদারি শক্তিশালী

durga-puja-security-2025-bgb
ছবি সংগৃহীত

জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বিজিবি দেশের বিভিন্ন পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা উৎসবের সময় নাগরিকদের নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করছে।

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে সীমান্তবর্তী এলাকা ও রাজধানী ঢাকাসহ সারা দেশের দুই হাজার ৮৫৭টি পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ৪৩০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

বিজিবি দেশব্যাপী ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করেছে এবং সীমান্ত এলাকায় বিশেষ টহল চালাচ্ছে। সারা দেশে গোয়েন্দা নজরদারি শক্তিশালী করা হয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। সীমান্তের ৮ কিলোমিটার এবং পার্বত্য এলাকার ১৫টি পূজামণ্ডপসহ এক হাজার ৪১১টি পূজামণ্ডপ সীমান্তবর্তী এলাকায়, বাকিগুলো দেশের অন্যান্য এলাকায় অবস্থিত।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বিজিবি জাতীয় শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে তারা নিশ্চিত করছে, দেশের জনগণ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়