বুধবার- ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে অবৈধ বালু উত্তোলন, ১৪ শ্রমিককে কারাদণ্ড

goainghat-abaidho-balu-uttolon
ছবি: সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে ইজারা বহির্ভূত জায়গা থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার হাজিপুর ও প্রতাপপুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বালু উত্তোলনের সময় ১৪ শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের মধ্যে ১২ জনকে তিন মাস এবং ২ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের বুধবার সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল হোতারা পালিয়ে গেলেও শ্রমিকরা ধরা পড়ে। প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলন রোধে নিয়মিত অভিযান চলবে এবং সংশ্লিষ্ট হোতাদেরও আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়