সোমবার- ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসি ভবনের সামনে বিস্ফোরণ, পুলিশের ধাওয়ায় সন্দেহভাজন আটক

isi-bhoboner-cocktail-bisforon-atok
ছবি সংগৃহীত

নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের পর সন্দেহভাজন এক যুবককে আটক করেছে আনসার-পুলিশ সদস্যরা। বিস্ফোরণের কারণ ও রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের পর ধাওয়া দিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

পুলিশ জানায়, ভবনের বাইরে দুষ্কৃতিকারীরা ককটেল সাদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটায়। এতে বিকট শব্দ হওয়ার পর ঘটনাস্থলে থাকা টহল টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে এক যুবককে আটক করতে সক্ষম হয়। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় প্রকাশ করা না হলেও জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়ার দাবি করেছে পুলিশ।

ডিসি ইবনে মিজান বলেন, ঘটনাটি বিচ্ছিন্ন বলে ধারণা করা হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে চেষ্টা চলছে। আটক যুবকের রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, বিস্ফোরণের পর আনসার ও পুলিশ সদস্যরা পালানোর সময় ওই যুবককে আটক করেন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়