বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেসের দুর্ঘটনা, তিন বগি আলাদা

kalni-express-durgotona-talsahar
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশন ইয়ার্ডে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আন্তঃনগর কালনী এক্সপ্রেসের কাপলিং হুক ভেঙে ট্রেনের পেছনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেনে থাকা যাত্রীদের সাময়িকভাবে দুর্ভোগের মুখে পড়তে হয়।

নারায়ণগঞ্জে বেতন না পেয়ে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. সাকির জাহান জানান, সিলেট থেকে আসা ঢাকাগামী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতির পর গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর তালশহর রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে ট্রেনটির কাপলিং হুক ভেঙে তিনটি বগি আলাদা হয়ে যায়।

তবে একাধিক ট্র্যাক থাকায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক ছিল। পরে কারিগরি টিম হুক মেরামত করলে ট্রেনটি দুপুর ১টা ৫ মিনিটের দিকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়