বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার থেকে কর্মবিরতির ডাক এমপিও শিক্ষকদের

mpo-shikkhok-andolon-shohid-minar
ছবি: সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি আগামী সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শহীদ মিনারে অবস্থান নিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষক নেতারা।

এদিকে শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আব্দুল্লাহ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতি সংহতি জানান।

এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে শিক্ষকদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষকদের প্রতি কঠোর আচরণের জন্য সরকারের কাছে ক্ষমা প্রার্থনার দাবিও করেন তারা।

এনসিপি নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলনে তাদের দল পাশে থাকবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়