বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: ফারুকের অভিযোগ

নির্বাচন বানচালের ষড়যন্ত্র
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে স্বাধীনতার বিপক্ষের শক্তি- এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
তিনি বলেন, নির্বাচনী কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পলাতক প্রেতাত্মা ও তাদের সহযোগীরা সুযোগ নিতে পারে। তাই যেকোনো কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ফারুক।

তিনি আরও বলেন, নির্বাচন বানচালের বহু ষড়যন্ত্র চলছে। পলাতক প্রেতাত্মারা দেশের বাইরে থাকলেও তাদের দোসররা দেশের ভেতরে সক্রিয়। বিগত সরকারের প্রেতাত্মারা এখনও বিভিন্ন সেক্টরে কাজ করছে।
এই পরিস্থিতিতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের একমাত্র পথ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়