বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুষ্টিকর খাদ্য ও কৃষকের অধিকার নিশ্চিতের ১৫ দফা দাবি কৃষক সংগঠনের

pustikor-khaddyer-dabi-krishok-songothon
ছবি সংগৃহীত

আন্তর্জাতিক খাদ্য ষড়যন্ত্র ও কর্পোরেট দখলের বিরুদ্ধে পুষ্টিকর খাদ্য ও কৃষকের অধিকার রক্ষায় ১৫ দফা দাবি তুলেছে কৃষক সংগঠনগুলো। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে তারা এই দাবি উত্থাপন করেন।

দেশের প্রতিটি পরিবারের জন্য পুষ্টিকর খাদ্য ও কৃষকদের অধিকার সুরক্ষায় ১৫ দফা দাবি জানিয়েছে কৃষক সংগঠনগুলো। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ ও মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ কৃষক ফেডারেশন, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি) ও উবিনীগ।

বক্তারা বলেন, খাদ্য এখন কর্পোরেট দখলে, কৃষক নিজের উৎপাদিত খাদ্যের অধিকার থেকেও বঞ্চিত। আন্তর্জাতিক খাদ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাদের দাবির মধ্যে রয়েছে কৃষকদের ন্যায্য মজুরি, নারী কৃষকের অধিকার সুরক্ষা, কর্পোরেট চাষ রোধ, স্থানীয় বীজ ব্যবস্থাপনা ও জলবায়ু-সচেতন কৃষি বাস্তবায়ন।

কৃষক নেতারা আরও বলেন, খাদ্য শুধু পণ্য নয়—এটি মৌলিক অধিকার। তাই রাষ্ট্রকে কৃষকের স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশ থেকে খাদ্য সার্বভৌমত্ব ও জলবায়ু ন্যায়ের জন্য ঐক্যবদ্ধ আন্দোলনেরও আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়