শুক্রবার- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটির ঝুলন্ত সেতু ৮৩ দিন পর পুনরায় ব্যবহারযোগ্য

rangamati-hanging-bridge-flooding
ছবি সংগৃহীত

দীর্ঘ ৮৩ দিন পানিতে ডুবে থাকার পর পুনরায় দৃশ্যমান হয়েছে রাঙামাটির ঝুলন্ত সেতু, যা পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণ।
বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের নৌযান ঘাটের টোল আদায়কারী মো. ফখরুল ইসলাম।

রাঙামাটির ঝুলন্ত সেতু বুধবার সন্ধ্যায় পানির ওপর ভেসে ওঠে, জানান পর্যটন করপোরেশনের কর্মকর্তা।
পর্যটন করপোরেশনের শ্রমিকরা বৃহস্পতিবার সকাল থেকে সেতুটি পরিষ্কার ও মেরামতের কাজ শুরু করেছেন। ক্যাবলসহ কাঠামোগুলোর পরীক্ষা–নিরীক্ষা চলছে এবং আগামী সপ্তাহে সেতুটি নতুন রঙে রঙ করা হবে।

তিনি আরও বলেন, এখন সেতুতে পর্যটকদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আপাতত প্রবেশমূল্য নেওয়া হচ্ছে না।

 স্থানীয় পর্যটন কর্পোরেশনও এখান থেকে উল্লেখযোগ্য রাজস্ব আয় করে থাকে। প্রতিবছর লাখ লাখ পর্যটক এই ঝুলন্ত সেতুটি দেখতে রাঙামাটিতে আসেন।

স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, ঝুলন্ত সেতুটি আরও উঁচু করা হোক, যাতে বর্ষাকালে কাপ্তাই হ্রদের পানিতে আর ডুবে না যায়।
জানা যায়, এ বছর সেতুটি উঁচু ও স্থায়ীভাবে সংস্কারের জন্য একটি প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে।

প্রায় প্রতিবছর বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে ডুবে যায় রাঙামাটির ঐতিহ্যবাহী ঝুলন্ত সেতু, যা শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ।
গত ৩০ জুলাই, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে হ্রদের পানি বেড়ে সেতুটি ডুবে গিয়েছিল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়