বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযান: ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

satkhira-seemante-dollar-udhar
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৩০,০০০ মার্কিন ডলার উদ্ধার করেছে। বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানিয়েছেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এজন্য অধিনায়কের নির্দেশে একটি দল সেখানে অবস্থান নেয়।

নেত্রকোনায় মাদক ও ডাকাতি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

 

অভিযান চলাকালীন একজন সন্দেহভাজন ধাওয়ার সময় হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করলে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০,০০০ মার্কিন ডলার পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, উদ্ধারকৃত ডলার কোর্টের অনুমোদন ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়