বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে ১.৪৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

silhet-chorachalan-ovijan
ছবি: সংগৃহীত

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮-বিজিবি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এবং শনিবার (২৭ সেপ্টেম্বর) টানা দু’দিন এই অভিযান চালানো হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ ও বিয়ারসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এছাড়া, চোরাচালানি পণ্য পরিবহনের দায়ে একজনকে গ্রেফতার করা হয়। একইসাথে, অবৈধ বালু উত্তোলনকারী একটি নৌকা এবং চোরাচালানে ব্যবহৃত দুটি ট্রাকও আটক করা হয়।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক নিশ্চিত করেছেন, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধে বিজিবি’র অভিযান চলমান রয়েছে। নিয়মিত টহল ও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়