শুক্রবার- ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই বছর পর খুলছে কেওক্রাডং পর্যটন স্পট

keokradong-porjoton-spot-open
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আগামী বুধবার (১ অক্টোবর) থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়চূড়া।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

তবে এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সারোয়ার হোসেন।

পর্যটকদের সুবিধার্থে রুমার বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শেষ করেছে সেনা প্রকৌশল বিভাগ (ইসিবি)। তবে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তৎপরতার কারণে নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধাপে ধাপে এসব এলাকায় পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে কেওক্রাডং।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়