
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আগামী বুধবার (১ অক্টোবর) থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কেওক্রাডং পাহাড়চূড়া।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
তবে এ বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. সারোয়ার হোসেন।
পর্যটকদের সুবিধার্থে রুমার বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত সড়ক নির্মাণ কাজ শেষ করেছে সেনা প্রকৌশল বিভাগ (ইসিবি)। তবে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর তৎপরতার কারণে নিরাপত্তার স্বার্থে ২০২৩ সালে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ধাপে ধাপে এসব এলাকায় পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আগামী ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে কেওক্রাডং।