বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জকসু নির্বাচন ঘিরে প্রার্থীদের জন্য কঠোর নির্দেশনা জারি

জকসু নির্বাচন নির্দেশনা অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের জন্য কঠোর নিয়ম আরোপ করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও সুশৃঙ্খল ভোট নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো প্রার্থী নিজ বিভাগের নির্ধারিত ভোটকেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি ভোট প্রদান শেষে নিজ কেন্দ্রেও প্রার্থীদের পুনরায় প্রবেশ নিষিদ্ধ থাকবে। এর ফলে প্রভাব বিস্তার বা বিশৃঙ্খলার সুযোগ থাকবে না বলে মনে করছে কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৮টায় এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্র বা বেষ্টনীর ভেতরে প্রবেশ করবেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি কেন্দ্রে আলাদাভাবে ভোট গণনা করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা তাৎক্ষণিক ফল প্রকাশ করবেন। পরে সব কেন্দ্রের ফল একত্র করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করবে। এই কাজে মোট ছয়টি গণনাযন্ত্র ব্যবহার করা হবে।

নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা চালু থাকবে। একই সঙ্গে পুরো ক্যাম্পাস ও ভোটকেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি ডিজিটাল বোর্ড ও ফেসবুক লাইভের মাধ্যমে ভোট গণনা সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও রাখা হয়েছে।

যেসব শিক্ষার্থীর আইডি কার্ডের মেয়াদ শেষ হয়েছে, তারা কিউআর কোড স্ক্যান করে মোবাইল ফোনে অথবা প্রিন্ট কপি সংগ্রহ করে ভোট দিতে পারবেন। ভোটার তালিকা হবে ছবিযুক্ত।

ভোটাররা কেবল বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন এবং ভোট শেষে ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হবেন।

এদিকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। তাদের আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক এবং জরুরি প্রয়োজন ছাড়া ক্যাম্পাস ত্যাগ করা যাবে না।

সব মিলিয়ে নির্বাচন কমিশনের আশা, জকসু নির্বাচন নির্দেশনা মেনে চললে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়