বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাকসু ভোট গণনার দায়িত্বে শিক্ষিকার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া

jucsu-shikkhikar-mrittu
জাকসু নির্বাচন ২০২৫ | ইনসেটে: নিহত শিক্ষিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের পোলিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস (২৯) মারা গেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোক নেমে এসেছে।

রবিবার রাতে ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। সিনেট হলের দরজার সামনে তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মরদেহ চারুকলা বিভাগে নেওয়া হলে সহকর্মী ও শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দীর্ঘ সময় বিশ্রাম ছাড়াই দায়িত্ব পালন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দীন রুনু বলেন, “দায়িত্ব পালনের সময় এক শিক্ষিকার মৃত্যু নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার দিকেই ইঙ্গিত করে। ভবিষ্যতে যেন এমন অব্যবস্থা না হয়, সে বিষয়ে নজর দেওয়া জরুরি।

অন্যদিকে জাকসু নির্বাচনের ভোট গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম জানান, রাতে ক্লান্তি এবং পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে ভোট গণনা বিলম্বিত হয়েছিল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়