
তাহসান খান ২৫ বছরের সংগীতজীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। মেলবোর্ন কনসার্টে তিনি জানান, এরপর আর কোনো কনসার্টে তাকে দেখা যাবে না।
দীর্ঘ ২৫ বছরের সংগীতজীবনের ইতি টানলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেলবোর্নে অনুষ্ঠিত একটি কনসার্টে তিনি হঠাৎ ঘোষণা দেন, “এটি আমার শেষ কনসার্ট নয়, শেষ ট্যুর। ধীরে ধীরে সংগীতজীবনের ইতি টানব।”
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকেও সরে দাঁড়িয়েছেন। এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি এক বাক্যে বলেন, “একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি।”
তাহসান বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন, ব্রিসবেন, অ্যাডিলেড ও সিডনির কনসার্টে দর্শককে মুগ্ধ করেছেন। মেলবোর্নে ভক্তরা হতভম্ব হয়ে পড়েন এবং চোখে পানি মুছতে দেখা যায়।
তিনি উল্লেখ করেছেন, মেয়ের বড় হয়ে ওঠা এবং জীবনের অগ্রাধিকার তার সিদ্ধান্তের মূল কারণ। ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এ যোগ দিয়ে শুরু হওয়া তার সংগীতজীবন দেশজুড়ে তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
তাহসানের এই বিদায়ী ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে, যেখানে ভক্তরা লিখেছেন, “আমরা এখনও প্রস্তুত নই তাকে বিদায় জানানোর জন্য।”