
নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
নেপালে চলমান আন্দোলন ও সরকারের পতনের প্রেক্ষাপটে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম চূড়ান্ত হয়েছে।
শুক্রবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল, সেনাবাহিনীর প্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির বিক্ষোভকারীদের প্রতিনিধিদের মধ্যে আলোচনা শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আজ স্থানীয় সময় রাত ৯টায় তিনি শপথ গ্রহণ করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে গত সপ্তাহে নেপালে জেন-জেনারেশন বা জেন-জিদের আন্দোলন তীব্র আকার ধারণ করে। সোমবার পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন।
এ ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন কেপি শর্মা অলি। এর পর সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে একাধিক বৈঠক হয়। আলোচনায় অংশ নেওয়া শিক্ষার্থী ও নেতাদের বেশিরভাগই সুশীলা কার্কির নাম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করেন।
বিশ্লেষকরা বলছেন, কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা রয়েছে।