বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাশ প্যাটেলের নির্দেশে ২০ এফবিআই এজেন্ট বরখাস্ত

fbi-agent-borkhast-george-floyd-protest
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ২০-এর বেশি এজেন্টকে বরখাস্ত করেছে। তারা জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ ও জাতিগত ন্যায়বিচারের সমর্থনে গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হাঁটু গেড়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ তথ্য সিএনএন প্রকাশ করেছে, একটি অনামিক সূত্রের বরাত দিয়ে।

এফবিআইয়ের প্রধান হিসেবে গত ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অনুগত কাশ প্যাটেলকে নিযুক্ত করার পর থেকে সংস্থার কর্মকর্তাদের বরখাস্তের ঘটনা ক্রমবর্ধমানভাবে ঘটছে।

২০২০ সালের মে মাসে ওয়াশিংটন ডিসিতে একজন পুলিশ অফিসারের দ্বারা জর্জ ফ্লয়েডকে ঘাড়ে হাঁটু দিয়ে হত্যা করা হয়েছিল, যা বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও বিক্ষোভের জন্ম দেয়।

বরখাস্তের খবর প্রকাশের পর এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা জানিয়েছে, কাশ প্যাটেলের পদক্ষেপ সংস্থার দক্ষতা হ্রাস করছে, নেতৃত্ব ও কর্মীবাহিনীর মধ্যে আস্থা কমাচ্ছে এবং নতুন দক্ষ এজেন্ট নিয়োগ ও ধরে রাখা কঠিন করে তুলছে।

বিবিসি এ বিষয়ে এফবিআই-এর মন্তব্য চেয়েও সংস্থা কোনো প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়