
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও গাজায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির অংশ হিসেবে গত শুক্রবার সব বন্দি মুক্তিতে সম্মতি জানায় হামাস। তবু ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।
এদিকে, মিশরে সোমবার থেকে নতুন যুদ্ধবিরতি আলোচনা শুরু হলেও তাতে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। গাজা সিটি ও আশপাশের আল-জাল্লা এলাকায় দূরনিয়ন্ত্রিত যান থেকে বিস্ফোরক ব্যারেল নিক্ষেপ করে আবাসিক ভবন ও ত্রাণকেন্দ্রে হামলার অভিযোগ উঠেছে।
গাজাভিত্তিক সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ও রবিবার অন্তত ৯৪ জন নিহত হন, আর সোমবার সকালেও সাতজনের মৃত্যু ঘটে। সংস্থাটি জানিয়েছে, সপ্তাহান্তে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় ১৩১টি বিমান ও গোলাবর্ষণ অভিযান চালিয়েছে।
চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন। পাশাপাশি খাদ্য ও আশ্রয়ের তীব্র সংকটে পড়েছেন দুই মিলিয়নেরও বেশি মানুষ।