
নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টি (ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট)-এর চেয়ারম্যান কে পি শর্মা অলি সম্প্রতি তার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, তার সরকার বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর কোনো নির্দেশ দেয়নি।
সংবিধান দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় অলি আরও উল্লেখ করেন, যে ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছে, তা নেপাল পুলিশের কাছে নেই। তিনি দাবি করেছেন, ঘটনার আনুষ্ঠানিক তদন্ত হওয়া উচিত।
অলি অভিযোগ করেন, কিছু ষড়যন্ত্রকারী শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস করে তুলেছে, যার ফলে যুবকদের মৃত্যু ঘটেছে। দুই দিনের বিক্ষোভে অন্তত ৭২ জন নিহত হন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্যও রয়েছেন। বিক্ষোভকারীদের একাংশ অলির কার্যালয়ে ঢুকে মৃত্যুর জবাবদিহি চাওয়ার পর ৯ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।
পদত্যাগের পর ফেসবুকে একটি পোস্টে অলি লিখেছেন, সরকারি ভবন, সুপ্রিম কোর্ট ও নেপালের জাতীয় মানচিত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ঘটনার পেছনের ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত বলবেন না, সময় নিজেই এর উত্তর দেবে।