বৃহস্পতিবার- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা করছে ভারত

শেখ হাসিনা প্রত্যর্পণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার পাঠানো অনুরোধ ভারত পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার নতুন করে আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে।

জয়সওয়াল জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ থেকে যে অনুরোধ এসেছে, তা আমরা পর্যালোচনা করছি।

২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। তখন থেকেই অজ্ঞাত স্থানে অবস্থান করছেন তিনি।

ঢাকার পক্ষ থেকে এর আগে দুই দফায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও, এবারই প্রথম নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার কথা স্বীকার করল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়