মঙ্গলবার- ২রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনের বৈশ্বিক শাসন সংস্কার পরিকল্পনায় রাশিয়ার সমর্থন: পুতিন

shi-jinping-ushonno-russia-putin-sco-somorthon
সংগৃহীত ছবি

চীনের নেতা শি জিনপিংয়ের প্রস্তাবিত ‘গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সমর্থন জানিয়েছেন।

২০০১ সালে ‘এসসিও’ প্রতিষ্ঠার পর থেকে এটি বিশ্বব্যাপী শাসনব্যবস্থার আরও সুষ্ঠু ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অগ্রণী বাহন হয়ে উঠতে পারে বলে এ কথা তিনি জোর দিয়ে বলেন। এই প্রসঙ্গে বলেছেন যে, চীনের এই উদ্যোগকে তিনি সমর্থন করেন।

চীন-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে ‘রেডিয়েন্ট স্টারস’ প্রদর্শনী উদ্বোধন

পুতিন উল্লেখ করেন যে, সাংহাই সহযোগিতা সংস্থা ইউরেশিয়ান অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে, আস্থা বৃদ্ধি করতে এবং সহযোগিতা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখছে।শি জিনপিং যে নতুন এবং অধিক কার্যকর বিশ্ব শাসন ব্যবস্থার প্রস্তাব দিয়েছেন, তা আমরা মনোযোগ সহকারে বিবেচনা করে দেখেছি।

বর্তমান পরিস্থিতিতে চীনের প্রস্তাবগুলো গুরুত্বপূর্ণ, কারণ কিছু দেশ একতরফাভাবে আন্তর্জাতিক বিষয়ের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বলে জানা যায়।

রুশ নেতা বলছেন, রাশিয়া শি জিনপিংয়ের উদ্যোগের পূর্ণ সহযোগিতা দেয় এবং আমাদের চীনা অংশীদারদের প্রস্তাবগুলো নিয়ে সুনির্দিষ্ট আলোচনা শুরু করার ব্যাপারে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।

পুতিনের বিশ্বাস , সাংহাই সহযোগিতা করলে সংস্থা সারা বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার উন্নয়নে আরও ন্যায়পরায়ণ ও সমানাধিকার ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার জন্য সবথেকে উপযোগী। পুতিন মনে করেন, সাংহাই সহযোগিতা সংস্থার মাধ্যমে দেশের স্বার্থ ও আন্তর্জাতিক শান্তি-সমৃদ্ধির মাঝে সেতুবন্ধন তৈরি করা সম্ভব হবে, যা সারা বিশ্বের জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।আন্তর্জাতিক আইনের শ্রেষ্ঠত্বের উপর ভিত্তি করে নির্মিত এই ব্যবস্থা দেশের ব্যাপক স্বার্থ সুরক্ষায় কাজ করবে এবং তাদের টেকসই উন্নয়ন ও নিরাপত্তার সুযোগ প্রদান নিশ্চিত করবে।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়