
১৪ বছর পর আবারও আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সোমবার পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে ৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করা হয়।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি শুরু করেছে সিরিয়া। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় তারতুস বন্দর থেকে প্রথম চালানে ৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাঠানো হয়। খবরটি নিশ্চিত করেছেন এক সিরীয় কর্মকর্তা, যিনি বার্তাসংস্থা রয়টার্সকে বিষয়টি জানান।
এই তেল সরবরাহ করা হয়েছে গ্লোবাল ওয়েল ট্রেডিং প্রতিষ্ঠান বি সার্ভ এনার্জি–এর কাছে। ২০১০ সাল পর্যন্ত প্রতিদিন প্রায় ৩ লাখ ৮০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত সিরিয়া। কিন্তু ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদবিরোধী গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এবং পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে যায়।
চীনের বৈশ্বিক শাসন সংস্কার পরিকল্পনায় রাশিয়ার সমর্থন: পুতিন
সম্প্রতি যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করায় দেশটির আবার আন্তর্জাতিক তেল ব্যবসায় যুক্ত হওয়ার পথ খুলে গেছে। যদিও উত্তর-পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র এখন কুর্দি নিয়ন্ত্রণে, সেখান থেকেই মূলত তেল উত্তোলনের কাজ চলছে।
বিশেষজ্ঞদের মতে, এই রপ্তানি সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে এখনো বিতর্ক রয়ে গেছে।