Search
Close this search box.

বৃহস্পতিবার- ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা নিয়ে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত

ইসলামি সভ্যতার ইতিহাস
ছবিঃ সংগৃহীত

ঢাকাস্থ ইরান দূতাবাসের ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ৪ জানুয়ারি ২০২৫, শনিবার, রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে ‘নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব আহলুল বাইত-এর মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশী।

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক আবদুস সালাম খান এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ইরানের রিলিজিয়ন্স অ্যান্ড ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী সেমিনারে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী।

সেমিনারে বক্তারা ইসলামি সভ্যতার নতুন ধারণা ও তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বক্তাদের মতে, সমসাময়িক বিশ্বে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সভ্যতা গড়ে তোলার জন্য ইসলামের শিক্ষা এবং মূল্যবোধগুলোর সঠিক বাস্তবায়ন অপরিহার্য।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়