Search
Close this search box.

রবিবার- ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার তৃতীয় ধাপের তারিখ ও রোল প্রকাশ

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা
প্রতীকী ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮তম শিক্ষক নিবন্ধনের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২ জানুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। শিডিউল অনুযায়ী প্রতিদিন দুই শিফটে (সকাল সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ১১টা) ভাইভা অনুষ্ঠিত হবে।

তৃতীয় ধাপের ভাইভার জন্য প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস এনটিআরসিএর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নিজ নিজ রোল নম্বর অনুযায়ী পরীক্ষার তারিখ, স্থান এবং সময় জানতে পারবেন।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। এনটিআরসিএ জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আসতে হবে: শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (মূল কপি ও এক সেট ফটোকপি), নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, লিখিত পরীক্ষার প্রবেশপত্র। এসএমএস অনুযায়ী নির্ধারিত সময়ে প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। সব কাগজপত্র সঠিকভাবে নিয়ে আসার বিষয়েও সতর্ক করা হয়েছে।

ভাইভার নির্ধারিত সময় মেনে যথাসময়ে উপস্থিত না হলে প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সময়সূচি ও পরীক্ষার স্থান নিশ্চিত করতে এনটিআরসিএর ওয়েবসাইট এ বিস্তারিত দেখুন।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়