
বায়ুদূষণ শুধু ফুসফুস নয়, মস্তিষ্কের জন্যও বিপজ্জনক। সম্প্রতি প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় PM2.5 ধূলিকণার সংস্পর্শে থাকা মানুষের লুই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।
নতুন গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি বায়ুদূষণ (PM2.5) লুই বডি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়। যুক্তরাষ্ট্রের ৫৬.৫ মিলিয়ন মেডিকেয়ার রোগীর তথ্য বিশ্লেষণ (২০০০–২০১৪) এবং ইঁদুর পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে, দূষণ মস্তিষ্কে আলফা-সিনিউক্লিন প্রোটিনের বিষাক্ত দলা তৈরি করে, যা স্নায়ুকোষ ধ্বংস করে।
গবেষকরা জানান, এই প্রোটিন স্বাভাবিকভাবে মস্তিষ্কের জন্য জরুরি, কিন্তু ভুলভাবে ভাঁজ হলে ক্ষতিকর। ইঁদুরে দেখা গেছে, যারা PM2.5 দূষণে নিয়মিত আক্রান্ত ছিল, তাদের মস্তিষ্ক ছোট হয়ে যায় এবং স্মৃতিশক্তি কমে। তবে যারা জিনগতভাবে আলফা-সিনিউক্লিন উৎপাদন বন্ধ করা হয়েছিল, তারা প্রভাবমুক্ত থাকছে।
গবেষকরা বলছেন, বয়স বা জিনগত কারণে নয়, বায়ুদূষণ একটি নিয়ন্ত্রণযোগ্য ঝুঁকি। তাই শিল্প ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ, দাবানল প্রতিরোধ এবং গৃহে কাঠ পোড়ানো কমানো প্রয়োজন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ড. শিয়াওবো মাও বলেন, “পরিষ্কার বাতাস মানে মস্তিষ্ক সুরক্ষা।”
সূত্র : গার্ডিয়ান