
কানের ময়লা পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করলে সংক্রমণ ও কানের ক্ষতির ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাকৃতিকভাবে কানের ময়লা নিজেই পরিষ্কার হয়।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কটন বাড ব্যবহার কানের ময়লা দূর করার বদলে এটিকে আরও ভেতরের দিকে ঠেলে দেয়, যা ওয়াক্স ইমপ্যাকশন, ব্যথা ও শ্রবণশক্তি হ্রাসের কারণ হতে পারে। খোঁচাখুঁচি করলে রক্তপাত, নার্ভ ক্ষতি এবং মুখের পেশি প্যারালাইসিসও ঘটতে পারে।
কটন বাড ব্যবহার করে মৃত্যুর ঘটনা খুবই বিরল, তবে ২০০৮ সালে কানাডার মন্ট্রিয়লে এমন এক দুঃখজনক ঘটনা ঘটেছিল।
কানের ময়লা প্রাকৃতিকভাবে নিজে নিজেই পরিষ্কার হয়। তাই কটন বাড ব্যবহারের কোনো যৌক্তিকতা নেই। যদি ময়লা আটকে যায়, তবে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
নিউজটি পড়েছেন : ২০৬