বৃহস্পতিবার- ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুসফুসের জটিল রোগ এমফাইসিমা: কারণ, লক্ষণ ও প্রতিরোধ

fusfuser-emphysema
ছবি সংগৃহীত

হাঁপানি, অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে, কারণ এমফাইসিমা ধীরে ধীরে ফুসফুসকে অকেজো করে শ্বাসকষ্ট ও হার্ট জটিলতা তৈরি করে।

ফুসফুসের একটি জটিল রোগ এমফাইসিমা ধীরে ধীরে শ্বাসযন্ত্রে সমস্যা সৃষ্টি করে। এই রোগে ফুসফুসের ভিতরে অতিরিক্ত বাতাস জমা হয়, ফলে রোগীর বক্ষ ফুলে উঠে, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। হাঁপানি, অ্যাজমা বা ক্রনিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত রোগীদের এমফাইসিমার ঝুঁকি বেশি।

ধূমপান, পরিবেশ দূষণ, কালো ধোঁয়া ও জীবাণু সংক্রমণ রোগের প্রধান কারণ। রোগের লক্ষণগুলোতে প্রচণ্ড শ্বাসকষ্ট, অল্প চলাফেরাতেই শ্বাসকষ্ট, গলার শিরা ভরা, পেটে ও পায়ে পানি জমা, লিভারের আকার বৃদ্ধি এবং দেহ নীল হওয়া অন্তর্ভুক্ত। দীর্ঘমেয়াদি জটিলতায় হার্ট ফেইলিওরও ঘটতে পারে।

এমফাইসিমা সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য নয়, তবে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণ, ধূমপান পরিহার ও প্রাথমিক চিকিৎসা নেওয়ার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সচেতন থাকলে জটিলতা অনেকটা এড়ানো যায়।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়