Search
Close this search box.

শুক্রবার- ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার

আওয়ামী লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধের রিট প্রত্যাহার
ছবি - ইন্টারনেট

আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিটটি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ঢাকার হাইকোর্টে রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম আদালতকে জানান, তারা এই রিট আর চালাতে চান না। এরপর বিচারপতি ফাতেমা নজীবের বেঞ্চ থেকে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন।

এই রিটটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং হাসিবুল ইসলাম গতকাল সোমবার দায়ের করেছিলেন। তারা অভিযোগ করেছিলেন, আওয়ামী লীগসহ ১১টি রাজনৈতিক দল গণতন্ত্রবিরোধী এবং সংবিধান লঙ্ঘনকারী কার্যক্রমে লিপ্ত।

এছাড়া, তারা দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবৈধ ঘোষণা করার জন্য আদালতের নির্দেশ চেয়েছিলেন। রিটে দাবি করা হয়, এসব নির্বাচনে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তাদের সব সুযোগ-সুবিধা বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এসব দলকে নির্বাচনে অংশ নিতে নিষেধাজ্ঞা জারি করতে হবে।

আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, জাতীয় পার্টি (জেপি), তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল (এম-এল), এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ) এই ১১টি দলের অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন

সম্পর্কিত আরো খবর

জনপ্রিয়